যুৃবদের আত্নকর্মসংস্থানের জন্য দক্ষতা বৃদ্ধি মুলক প্রশিক্ষণের জন্য অত্র কেন্দ্রে
কৃষিবিষয়ক ৩ মাস ও ১ মাস মেয়াদী প্রশিক্ষণ পরিচালিত হয়। প্রশিক্ষণ কোর্সটি সম্পুর্ন আবাসিক।
১। ৩ মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্সটি হলো- "গবাদিপশু, হাঁস-মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও
কৃষি বিষয়ক" প্রশিক্ষণ কোর্স। ৩ মাস মেয়াদী কোর্সটি অর্থবছরে ২/৩ টি কোর্স পরিচালিত হয়।
প্রধান কার্যালয়ের নির্দেশনা মতে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানিয়ে দেয়া হয়। এই কোর্সে
বিষয় সমুহ: গবাদিপশু পালন, পোল্ট্রি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ, কৃষি ও উদ্যান তত্ত্ব, ও যুবকার্যক্রম।
মূল্যায়নের মাধমে তিনমাস শেষে সফল প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
২। কৃষি বিষয়য় সংক্ষিপ্ত কোর্স ১ মাস মেয়াদী-গাবাদিপশু পালন, হাঁস-মুরগী পালন,
মৎস্য চাষ, কৃষি ও হর্টিকালচার, মাশরুম ও মৌ চাষ বিষয়ক কোর্স গুলোর মধ্যে চাহিদার
ভিত্তিতে অর্থবছরে ৩ টি কোর্স পরিচালিত হয়। এই তিনটি কোর্সও আবাসিক। স্থানীয়ভাবে
বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানিয়ে দেয়া হয়। মূল্যায়নের মাধমে তিনমাস শেষে
সফল প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
** সব কোর্সই আবাসিক বিধায় সরকারীভাবে খাওয়ার জন্য মাসিক ৪৫০০/- ভাতা প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস